ত্রিভুজ

সংজ্ঞা: তিনটি রেখাংশ দ্বারা সীমাবদ্ধ সামতলিক চিত্রকে ত্রিভুজ বলে।

 
ত্রিভুজ এর শ্রেণীবিভাগ:
বাহুভেদে ত্রিভুজ তিন প্রকার। যেমন -  সমবাহু ত্রিভুজ, সমদ্বিবাহু ত্রিভুজ এবং বিষমবাহু ত্রিভুজ।
  • সমবাহু ত্রিভুজ : যে ত্রিভুজের তিনটি বাহুর দৈর্ঘ্যই সমান তাকে সমবাহু ত্রিভুজ বলে।
  • সমদ্বিবাহু ত্রিভুজ : যে ত্রিভুজের দুটি বাহুর দৈর্ঘ্য পরস্পর সমান তাকে সমদ্বিবাহু ত্রিভুজ বলে।
  • বিষমবাহু ত্রিভুজ : যে ত্রিভুজের তিনটি বাহুর দৈর্ঘ্য অসমান তাকে বিষমবাহু ত্রিভুজ বলে।
কোণভেদে ত্রিভুজ তিন প্রকার । যেমন -  সূক্ষ্মকোণী ত্রিভুজ, স্থূলকোণী ত্রিভুজ এবং সমকোণী ত্রিভুজ।
  • সূক্ষ্মকোণী ত্রিভুজ : যে ত্রিভুজের তিনটি কোণই সূক্ষ্মকোণ তাকে সূক্ষ্মকোণী ত্রিভুজ বলে।
  • স্থূলকোণী ত্রিভুজ : যে ত্রিভুজের একটি কোণ স্থূল কোণ কাকে স্থূলকোণী ত্রিভুজ বলে।
  • সমকোণী ত্রিভুজ : যে ত্রিভুজের একটি কোণ সমকোণ তাকে সমকোণী ত্রিভুজ বলে।

Comments